শিরোনাম

চিলির বিপক্ষে আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৬ জুন) আর্জেন্টিনা ১-০ গোলে চিলিকে পরাজিত করেছে। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় লিওনেল স্ক্যালোনির দল। এই জয়ে তারা প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয় মেসিরা। হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসরা গোলের বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তারা চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোকে পরীক্ষায় ফেললেও গোল আদায় করতে পারেননি। লিওনেল মেসিরও ভাগ্য সহায় ছিল না এদিন। ৩৭ মিনিটে তার লং রেঞ্জ শট পোস্টে আঘাত করে। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ আরও জোরদার করে আর্জেন্টিনা। তবুও স্ক্যালোনির শিষ্যরা গোলের দেখা পাচ্ছিলেন না। প্রথমার্ধে গোলবারের নিচে অলস সময় কাটালেও, দ্বিতীয়ার্ধে চিলির ফুটবলাররা এমি মার্টিনেজকে বেশ ব্যস্ত রেখেছেন। ৭২ এবং ৭৬ মিনিটে রদ্রিগো এচিভেরিয়া দুটি জোরালো শট নিয়েছিলেন, তবে এমি মার্টিনেজের বিশ্বস্ত হাতে সেগুলো প্রতিহত হয়।

প্রথমার্ধের হতাশা এবং দ্বিতীয়ার্ধের চাপের মুখে লাউতারো মার্টিনেজকে বদলি হিসেবে মাঠে নামান আর্জেন্টাইন কোচ। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন তিনি। মেসির করা কর্নার থেকে রিবাউন্ড হওয়া বলটি বক্সের মাঝামাঝি থেকে জালে পাঠান মার্টিনেজ। গোলটি বৈধ কিনা তা নিয়ে কিছুক্ষণ রিভিউ হলেও সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। এটি লাউতারো মার্টিনেজের এবারের আসরে দ্বিতীয় এবং জাতীয় দলের জার্সিতে ২৬তম গোল।

লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে মেসির দল।

ম্যাচজুড়ে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রাখে আর্জেন্টিনা। তারা গোল করার জন্য মোট ২১টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল অনটার্গেট।

এই ম্যাচে উভয় দলই শরীরী ফুটবল খেলেছে, যার ফলে ২১ বার ফাউলের বাঁশি বাজে। এক পর্যায়ে মেসিকে চিকিৎসার জন্য মাঠের বাইরে যেতে হলেও পরে তিনি ফিরে এসে আক্রমণাত্মক খেলেন।

গ্রুপের অন্য ম্যাচে কানাডা ১-০ গোলে পেরুকে পরাজিত করে। ১০ জনের পেরুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখে কানাডা। এই গ্রুপে এক জয় ও এক হার নিয়ে দুইয়ে রয়েছে কানাডা, আর দুই ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচে মেসির দল কানাডার বিপক্ষে হারিয়েছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা পরের শনিবার পেরুর বিপক্ষে মুখোমুখি হবে।

আগামী ১৫ জুলাই এই মুকাবিলার জন্য পর্দা নামবে।

  • আর্জেন্টিনা
  • ঊষারবাণী
  • ফুটবল
  •   local-nogod-300-x-250