শিরোনাম

টিকিট কালোবাজারি থাকবে না: র‍্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
টিকিট কালোবাজারি থাকবে না র‌্যাব

এই বছরের পর আর কোনো টিকিট কালোবাজারি থাকবে না বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। তিনি বলেছেন, ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে নজরদারি-গোয়েন্দা বাড়িয়েছেন। তারা মোবাইল ট্র্যাকিং সিস্টেম চালু রেখেছেন এবং বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে তাদের টিম কাজ করছে।

বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেছেন। কমান্ডার আরাফাত ইসলাম জানিয়েছেন, এই বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। এছাড়াও যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে।

তিনি বলেন, টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না।

এই র‍্যাব কর্মকর্তা বলেছেন, আমাদের নজরদারি-গোয়েন্দা বাড়িয়েছি, আমরা মোবাইল ট্র্যাকিং সিস্টেম চালু রেখেছি। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে, মোবাইল টিম রয়েছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের অনুরোধ করবো আপনাদের যেকোনো অভিযোগ থাকলে জানান, র‍্যাব আপনার পাশেই আছে।

তিনি আরও বলেছেন, রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আছেন। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি যেন না হয় সে বিষয়ে র‍্যাব কাজ করে যাবে। বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আপনারা (যাত্রী) অপরিচিত কারও সঙ্গে সখ্য গড়ে তুলবেন না।

  • ঊষারবাণী
  • বাংলাদেশ
  • র‍্যাব
  •   local-nogod-300-x-250