শিরোনাম

ট্র্যাপে ফেলে দফায় দফায় ইসরায়েলি সেনা হত্যা করছে হামাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে
ট্র্যাপে ফেলে দফায় দফায় ইসরায়েলি সেনা হত্যা করছে হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী-ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় ১৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে। বলা হয়েছে, ট্র্যাপে ফেলে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাকে হত্যা করা হয়। আসলে ওই ট্রাপটা কেমন ছিল, কিভাবেই বা ওই ১৫ জন সেনাকে হত্যা করা হল?

হামাসের বরাত দিয়ে আল-জাযিরা জানিয়েছে, রাফা শহরের আল-তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল-কাসসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

হামাসের সামরিক বাহিনী আরো বলেছে, বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা।

তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনও কিছু জানায়নি।

অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর প্রায় আট মাস ধরে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত নিজের ঘোষিত একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি তেল আবিব।

এদিকে ফিলিস্তিনি ভেবে নিজেদের দুই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করে ইসরাইল।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নবী মুসা সামরিক ঘাঁটিতে ফ্রেন্ডলি ফায়ারে ইহুদিবাদী ইসরাইলের দুই সেনা কর্মকর্তা সহ কয়েক জন সাধারণ সেনাও নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে তাদের একটি ঘাঁটির কাছে টহল দেয়ার সময় ওই দুই সেনা কর্মকর্তাকে ভুলবশত ফিলিস্তিনি হামলাকারী ভেবে গুলি করে হত্যা করা হয়। গত বুধবার এই ঘটনা ঘটেছে উল্লেখ করা হয়েছে। জর্দান উপত্যকায় ইসরাইলের ওই ব্রিগেডের এলিট কমান্ডো ইউনিটে এই ঘটনা ঘটেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে নিহত দুই কর্মকর্তাই মেজর পদমর্যাদার এবং তাদের নাম হচ্ছে ওফেক আহারন এবং ইতামার এলহারার।

নবী মূসা ঘাঁটির কাছে ইসরাইলি সেনাদের মহড়া শেষ হওয়ার পর এই ঘটনা ঘটে।

এদিকে গত রোববার হামাস দাবি করেছে রাফায় গত শনিবার পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তারা জানায়, ইসরায়েলি সেনাদের ফাঁদে টেনে বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটাতে সফল হয়েছে তারা।

দুদিন আগেই গাজার একটি ভবনের আগে থেকে অবস্থান করা ইসরায়েলি সৈন্যদের উপর তাদেরই একটি ট্যাংক থেকে গোলা ছুড়লে ৫ সেনা নিহত হয়।

  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250