শিরোনাম

দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে জার্মানি। ইউলিয়ান নাগেলসমানের দলের হয়ে একটি করে গোল করেন কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা।

শনিবার রাতে ডর্টমুন্ডে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জার্মানি ৫৫ শতাংশের বেশি সময় বলের দখল রেখে গোলের জন্য ১৫টি শট নেয়, যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। তবে প্রথমার্ধে তারা কোনো গোল করতে পারেনি।

বিরতির পর, ৫৩তম মিনিটে দারুণ একটি স্পট কিকে ডেডলক ভাঙেন হাভার্টজ। নিচু শটে বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়িয়ে যায়।

এরপর, ৬৮তম মিনিটে দুর্দান্ত নৈপুণ্যে ব্যবধান বাড়ান মুসিয়ালা। নিজের ডি-বক্সের সামনে থেকে হাওয়ায় ভাসিয়ে লম্বা থ্রু বল বাড়ান শ্লটারবেক। সবাইকে পেছনে ফেলে, বলের পেছনে ছুটে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণ নিয়ে, বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানি খেলবে স্পেন-জর্জিয়া ম্যাচের বিজয়ীর বিপক্ষে।

Krishibid Group Real Estate-ads