শিরোনাম

দেশীয় ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার শিগগিরই বৃদ্ধি করা হবে।

রোববার (২৩ জুন) বিমসটেক আয়োজিত গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট শীর্ষক রিজিওনাল কনসালটেশন সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত ১৫ বছরে দেশের ডিজিটাল খাতে বড় পরিবর্তন এসেছে। এক দশকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৩০ মিলিয়নে পৌঁছেছে। এজন্য দেশীয় ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনকে আরও কার্যকর করতে এআই ব্যবহার শিগগিরই বাড়ানো হবে।

ইন্টারনেটের দাম কমানোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ১৫ বছর আগে এক এমবিপিএস ইন্টারনেটের দাম ছিল এক হাজার ডলার। এখন তা কমে হয়েছে মাত্র ৬০ টাকা। শহর ছাড়াও গ্রামাঞ্চলেও ইন্টারনেট সেবা সহজলভ্য করতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ডেলিভারি সার্ভিস চালু করা হয়েছে, যার আওতায় বর্তমানে গ্রামের ১০ মিলিয়ন মানুষ সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। বর্তমানে দেশে নয় হাজারের মতো ডিজিটাল ডেলিভারি সার্ভিস রয়েছে, যা ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, এক দশকে ৫২ হাজার ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ৯৯৯ সহ অনেক গুরুত্বপূর্ণ সার্ভিস আইসিটি বিভাগের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইসিটি বিভাগ বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য কাজ করে যাচ্ছে।

নিরাপদ ইন্টারনেট সেবার গুরুত্ব উল্লেখ করে পলক জানান, শিগগিরই পার্সোনাল ডাটা প্রোটেকশন অ্যাক্ট চালু করা হবে। এছাড়াও, নীতিনির্ধারণের ক্ষেত্রে ভার্চুয়াল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আইসিটি বিভাগ কাজ করছে।