শিরোনাম

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল

মোদির শপথ অনুষ্ঠানে যাওয়া নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘আমন্ত্রণ পাইনি। পেলেও আমরা যেতাম না।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠন হচ্ছে। আমরা এই সরকারকে আমাদের শুভকামনা দিতে পারছি না। তবে দেশ ও দেশের মানুষকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) শপথ নিতে যাচ্ছেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদি। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, ‘এই সরকার টিকবে না’ এবং এও জানিয়ে দিয়েছিলেন যে, মোদির শপথ অনুষ্ঠানে তৃণমূল অংশগ্রহণ করবেন না। গতকাল শনিবার সন্ধ্যায় কালীঘাটে মমতা এই কথাগুলি জানিয়েছিলেন একটি সংবাদ সম্মেলনে।
এক প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি বলেন, “যারা ৪০০ পারের কথা বলতেন, তারা একার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করতে পারেনি। এটা ভাববেন না যে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে কিছু অঘটন ঘটে যাবে না। আমরা এখন শুধু দেখছি। শেষমেশ নতুন ইন্ডিয়া সরকারই তৈরি হবে। তার আগে কদিন না হয় ওরা সরকার চালিয়ে নিক”। তিনি খোঁচা দিয়ে যুক্তিসঙ্গতভাবে বলেন, কখনও কখনও সরকার একদিন স্থায়ী হয়। কে বলতে পারে এই সরকার ১৫ দিন টিকবে কি না।

  • ইন্ডিয়া জোট
  • ঊষারবাণী
  • তৃণমূল
  • নরেন্দ্র মোদি
  • মমতা ব্যানার্জি
  •   local-nogod-300-x-250