নারী এশিয়া কাপ ২০২৪-এ প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। এই তথ্যটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন।
জেসি তার পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, স্বপ্ন সত্যি হলো। আমার নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)। আমি আনন্দিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে ১৮ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া মহিলা এশিয়া কাপ ২০২৪-এর দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছে।”
তিনি টুর্নামেন্টে সফলভাবে দায়িত্ব পালনের জন্য দেশবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন।
উল্লেখ্য, গত মার্চে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এক সভায় দুই নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে। জেসি ছাড়াও নিয়োগপ্রাপ্ত অন্যজন হলেন মিশু চৌধুরী।
নারী এশিয়া কাপ শ্রীলংকায় আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে।