শিরোনাম

“নির্বাচনে থেকে সরে দাঁড়াচ্ছি না: বাইডেন”

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না জো বাইডেন: বরং তিনি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার (৩ জুলাই) ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু প্রমিনেন্ট ব্যক্তির সঙ্গে এক ফোনকলে বাইডেন এ ধরনের আলোচনা করেছেন।

গত বৃহস্পতিবার, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে পড়ে এবং এতে পরে আগামী নভেম্বরের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা বাড়তে হতে পারে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে তার নিজস্ব দল ডেমোক্রেটিক পার্টির ভিতরেও চাপ বাড়তে দেখা দিয়েছে। এ পরিস্থিতিতেই বাইডেন ফোনকল করেছেন।
সূত্র অনুসারে, ফোনকলে বাইডেন নির্বাচন থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌঁড়ের সময়ে তাকে বাদ দেওয়ার প্রস্তাব কেউ করছে না। তিনি হলেন তাদের দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী।

এদিকে, দলের অভ্যন্তরীণে চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন এমন কোনো আলোচনা চলছে। এটি সম্পর্কে একটি আলোচনা চাওয়া হয়েছিল যা বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের এক প্রশ্নের উত্তরে নাকচ করে দিয়েছেন। তাঁর মন্তব্যে বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করতে পারেন কি না তা প্রশ্নের উত্তরে তিনি অবশ্যই না বলেন।

সূত্র: বিবিসি

  • ঊষারবাণী
  • বাইডেন
  •   local-nogod-300-x-250