শিরোনাম

পাওয়ার প্লেতেই জিতে সুপার এইটে অস্ট্রেলিয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

জিতলেই ‘বি’ গ্রুপ থেকে সুপার এইট পর্বে খেলা নিশ্চিত হবে—এই সমীকরণ মাথায় নিয়ে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। তবে এমন দাপুটে পারফরম্যান্স দেখাবে, সেটা অনেকেই আশা করেননি।
নামিবিয়াকে মাত্র ৭২ রানে অলআউট করে পাওয়ারপ্লেতেই ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের তাণ্ডবে দলটি ৫.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়।
এর আগে ওমান ও ইংল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। টানা ৩ জয়ে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বে পৌঁছে গেছে তারা।

Krishibid Group Real Estate-ads