শিরোনাম

বিয়ে করলেন ক্রিকেটার রিশাদ, পাত্রী কে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বিয়ে

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন বিয়ে করছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছেন এই তরুণ ক্রিকেটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা

রিশাদ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ পোস্ট করে লিখেছেন, “বেশ রোমাঞ্চের সঙ্গে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর।”

ব্যক্তিগত জীবন

জানা গেছে, রিশাদ হোসেন বিশ্বকাপ শেষে নিজের গ্রামের বাড়ি নীলফামারীতে ছুটি কাটাচ্ছেন। সেখানে তিনি কয়েকদিন যাবত সামাজিক কিছু কাজে অংশগ্রহণ করছেন। রিশাদের ঘনিষ্টসূত্রে জানা গেছে, তার স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা, যিনি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের মেয়ে। তবে ব্যক্তিগত কারণে স্ত্রীর ছবি কিংবা কোনো তথ্য প্রকাশ করেননি রিশাদ।

বিশ্বকাপের পারফরম্যান্স

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সাফল্য না পেলেও, রিশাদ হোসেন দুর্দান্ত পারফরম্যান্স করেন। বিশ্বকাপের প্রথম জয়ে তিনি ছিলেন অন্যতম নায়ক এবং ম্যাচসেরা হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক ম্যাচটাও রাঙিয়ে ছিলেন। বিশ্বকাপের নবম আসরে রিশাদ ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন, যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • বাংলাদেশ ক্রিকেট
  •   local-nogod-300-x-250