শিরোনাম

ব্যাট হাতে উজ্জ্বল সাকিব বোলিংয়ে নিষ্প্রভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সাকিবের মিশ্র অভিজ্ঞতা: ব্যাটিংয়ে উজ্জ্বল, বোলিংয়ে ম্লান

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে দুই রকম অভিজ্ঞতা পেয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে রান করলেও বল হাতে সাফল্য পাননি। শেষ পর্যন্ত সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হেরে গেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের কাছে ৬ উইকেটে।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নাইট রাইডার্স ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। সাকিব, আন্দ্রে রাসেল ও ডেভিড মিলারের ব্যাটিংয়ে দলের রান বাড়ে। কিন্তু রান তাড়ায় ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে ২৮ বল বাকি থাকতেই জয় পায় ইউনিকর্নস।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাকিব চতুর্থ স্থানে ব্যাট করতে নামেন। তিনি ১২তম ওভারে আউট হওয়ার আগে ২৬ বলে ৩৫ রান করেন, যেখানে ছিল ৬টি চারের মার। পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের বলে উইকেটকিপার জশ ইংলিসের হাতে ক্যাচ দিয়ে সাকিব ফিরেন।

নাইট রাইডার্সের ইনিংসে সাকিবের ৩৫ রান দলের দ্বিতীয় সর্বোচ্চ রান। আন্দ্রে রাসেল ২৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। ডেভিড মিলার খেলেন ১৮ বলে ২৪ রানের ইনিংস।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250