শিরোনাম

ভারতের কাছে লজ্জাজনক হারের পরও বড় গলা শান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলকে দেখে মনে হয়নি যে তারা চলতি টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত। শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে। মাহমুদউল্লাহ এবং সাকিব আল হাসান মিডল অর্ডারে কিছুটা রান সংগ্রহ না করলে দলটি হয়তো ১০০ রানের কোটা ছুঁতে পারত না। অথচ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দাবি, তারা ভালো খেলেছেন। ম্যাচের পরাজয়ে তার বিশেষ মাথাব্যথাও নেই।

শনিবার ভারত-বাংলাদেশের মধ্যে চলতি টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারত ৬০ রানে জয়লাভ করে। টস জিতে ভারতীয় দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানেই আটকে যায়। এই ম্যাচে বাংলাদেশের কোনও ক্রিকেটারই নজর কাড়তে পারেননি এবং সমর্থকরাও এমন পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ হয়েছেন।

প্রস্তুতি ম্যাচে পরাজয় নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশেষ চিন্তিত নন। ম্যাচের শেষে তিনি ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেন। তিনি বলেন, ‘এই ম্যাচে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। শরিফুল এবং রিশাদ যেভাবে বল করেছে, তা দেখে আমি অত্যন্ত খুশি। এই ম্যাচে আমরা খুব ভালো ব্যাটিং করতে পারিনি ঠিক কথা, তবে আশা করছি টুর্নামেন্টের মূলপর্বে ভালো পারফরম্যান্স করতে পারব।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ক্ষমতা সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি। আগে কী হয়েছে, তা নিয়ে আমি ভাবতে চাই না। আমাদের আরও সাহসী হতে হবে এবং পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগাতে হবে। তাসকিন এবং ফিজ আমাদের দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য। ওরা দলে ফিরলে গোটা ছবিটাই একেবারে বদলে যাবে।’

এই ম্যাচে বল করতে নেমে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন তিনি। শরিফুলের চোট প্রসঙ্গে শান্ত বলেন, ‘ওকে আপাতত আমরা পর্যবেক্ষণে রেখেছি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলার জন্য সকলেই যথেষ্ট উত্তেজিত। তবে আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে।’

ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে ভালো করবে না, এমন আশঙ্কা অধিকাংশ ক্রিকেট বিশেষজ্ঞই করেছিলেন। সম্প্রতি আমেরিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ। এই পরাজয়ের পর গোটা ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে।



  • ঊষারবাণী
  • বাংলাদেশ ক্রিকেট
  • বিশ্বকাপ
  •   local-nogod-300-x-250