শিরোনাম

ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলা

ভারতের ৩০০টিরও বেশি ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এই হামলা ‘র‍্যানসমওয়্যার’ নামে পরিচিত সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে। হামলায় প্রধানত গ্রামীণ ও সমবায় ব্যাংকগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাইবার হামলার বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেনদেনসংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান ‘সি-এজ টেকনোলজি’ র‍্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এই হামলার ফলে যেসব ব্যাংক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি সেবা গ্রহণ করত, তাদের গ্রাহকরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারছেন না।

সাইবার হামলার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) থেকে। তবে আরবিআই জানিয়েছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেন ব্যবস্থার থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

ভারতের শীর্ষ ব্যাংক এবং সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ কিছু সপ্তাহ ধরে দেশের ব্যাংকগুলোকে সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্ক করে আসছিল। এই সতর্কতার মাঝেই সাম্প্রতিক আক্রমণের ঘটনা ঘটেছে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • ভারত
  •   local-nogod-300-x-250