শিরোনাম

মার্কিন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
মার্কিন নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী লড়াই থেকে জো বাইডেন আগেই সরে দাঁড়িয়েছেন। এর পর ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। অবশেষে কমলা হ্যারিস নিজে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়ন জমা দিলেন।

এক্স হ্যান্ডলে (পূর্বে টুইটার) এই খবর জানিয়ে কমলা হ্যারিস লিখেছেন, “আজ, আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে ফর্মগুলোতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। আর নভেম্বরে, আমাদের জনগণের শক্তিতে বলীয়ান প্রচারই জয়ী হবে।”

এদিকে, বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপর চাপ বাড়ছে বলে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পোল। সম্প্রতি এক পোলের ফলাফল অনুযায়ী, ট্রাম্পকে পিছনে ফেলেছেন কমলা হ্যারিস। ইপসোসের নতুন পোল অনুযায়ী, ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ ভোট, আর কমলা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

এর আগের সপ্তাহের পোলেও ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন কমলা। সেবার ফলাফল ছিল ‘টাই’, দু’জনেই পেয়েছিলেন ৪৪ শতাংশ ভোট। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আমেরিকায় খেলা ঘুরছে? এই পরিস্থিতিতেই এবার মনোনয়ন জমা

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250