শিরোনাম

মার্কিন প্রশাসনই ট্রাম্পকে গুলি করার পরিবেশ তৈরি করেছে : ক্রেমলিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
মার্কিন প্রশাসনই ট্রাম্পকে গুলি করার পরিবেশ তৈরি করেছে : ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন মুখপাত্র বলেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের হাত রয়েছে বলে তারা মনে করে না। এই প্রশাসন এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে, যা এই হামলাকে উসকে দিয়েছে।

আজ রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, “ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা করার চেষ্টার সঙ্গে বর্তমান (মার্কিন) প্রশাসনের হাত আছে, এমনটি আমরা মনে করি না। কিন্তু ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন, তাতে (বর্তমান প্রশাসনের) ইন্ধন ছিল।”

পেসকোভ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, এবং রাজনৈতিকভাবে মর্যাদাহানির পর বাইরের সবার কাছে মনে হওয়া স্বাভাবিক যে তাঁর জীবন সংকটে রয়েছে।”

স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এতে তাঁর ডান কানের ওপরের অংশে আঘাত লাগে। তবে ট্রাম্প গুরুতর আহত হননি। প্রাথমিক চিকিৎসার পর তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • রাশিয়া
  •   local-nogod-300-x-250