শিরোনাম

লন্ডনেই কি স্থায়ী হচ্ছেন বিরাট-আনুশকা ?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ক্রিকেটার কোহলি এবং বলিউড তারকা আনুশকা পেশাগত কারণে বিভিন্ন দেশ সফর করলেও বেশিরভাগ সময় ভারতেই থেকেছেন। তবে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জুটি লন্ডনে স্থায়ী হতে পারেন।

কিছুদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন কোহলি এবং এরপর এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। দেশে ফিরে শিরোপা উদযাপন শেষে তিনি লন্ডনে গেছেন। সেখানে মেয়ে ভামিকা ও সন্তান আকায়কে নিয়ে আগে থেকেই অবস্থান করছেন আনুশকা।

যদিও এখনো নিশ্চিত করা যায়নি, শোনা যাচ্ছে এই তারকা দম্পতি লন্ডনে স্থায়ী হতে যাচ্ছেন। তাদের ইংল্যান্ডের রাজধানীর প্রতি বিশেষ টান রয়েছে বলে জানা যায়। লন্ডনেই বিরাট ও আনুশকা তাদের দ্বিতীয় সন্তান আকায়ের জন্মস্থান হিসেবে বেছে নিয়েছিলেন।

আকায়ের জন্মের পর প্রায় দুই মাস লন্ডনেই ছিলেন তারা। এরপর কোহলি আইপিএলে খেলার জন্য ও পরে বিশ্বকাপ দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারতে ফিরে যান। এছাড়াও এই দম্পতিকে লন্ডনের বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া, কেনাকাটা করাসহ আরও নানা কাজে দেখা গেছে। কোহলির একটি পূর্ববর্তী মন্তব্যও তাদের লন্ডনে স্থায়ী হওয়ার গুঞ্জনকে আরও জোরালো করে। তিনি বলেছিলেন, ‘আমরা দেশে ছিলাম না। দুই মাস স্বাভাবিকভাবে জীবন-যাপন করা আমার পরিবার ও আমার জন্য দারুণ একটি অভিজ্ঞতা ছিল। অন্য একটি মানুষের মতোই চিহ্নিত হওয়া অন্যরকম সুন্দর একটি অভিজ্ঞতা।’

এই মন্তব্য তাদের লন্ডনে স্থায়ী হওয়ার গুঞ্জনকে আরও শক্ত ভিত্তি দেয়।

  local-nogod-300-x-250