শিরোনাম

“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে” স্লোগানে উত্তাল কলকাতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
“লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে” স্লোগানে উত্তাল কলকাতা

কলকাতায় উত্তাল বিক্ষোভ, মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বিক্ষোভে উত্তপ্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে” এবং “উই ওয়ান্ট জাস্টিস” সহ নানা স্লোগানে পুরো শহর সরগরম হয়ে উঠেছে।

বিক্ষোভকারীরা সেদেশের সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলেও পুলিশ বাধার মুখে পড়েছেন। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের মাথা ফেটে গেছে।

কলকাতার বিভিন্ন স্থানে, যেমন মহাত্মা গান্ধী সড়ক, কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল এবং হাওড়া সেতুতে বিক্ষোভের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। জনগণ মেট্রো রেল ব্যবহার করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে একজন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ছাত্র-ছাত্রীদের আন্দোলন শুরু হয়েছিল। এরপর এই আন্দোলন মমতার পদত্যাগের দাবিতে রূপ নেয়। “দফা এক দাবি এক, মমতার পদত্যাগ” স্লোগানে তারা রাজপথে নেমেছে।

আজ সকাল থেকে “নবান্ন অভিযান” নামে মুখ্যমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি সফল করতে হাওড়া ব্রিজসহ বিভিন্ন স্থানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস ছোড়ে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে, ছাত্রদের সমর্থনে আগামী বুধবার (২৮ আগস্ট) রাজ্যব্যাপী ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, এই ধর্মঘট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250