শিরোনাম

শিরোপা জিতলে যে বিরল রেকর্ড গড়বে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

মেসির আর্জেন্টিনার সামনে বিরল রেকর্ডের হাতছানি

ফুটবল ইতিহাসে অনেক রেকর্ড হয়েছে, কিন্তু কিছু রেকর্ড আছে যেখানে কোনো কিংবদন্তির নাম নেই। এমনই একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল স্কালোনির তারুণ্যনির্ভর আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার কোনো দেশ এখনও টানা তিনটি শিরোপা জিততে পারেনি। কোনো দলই দুইবার মহাদেশীয় এবং একবার বিশ্বকাপের শিরোপা একসঙ্গে জিততে পারেনি। এমনকি ইউরোপের সেরা দলগুলোও এই কীর্তি অর্জন করতে ব্যর্থ। তবে এই কীর্তি আছে স্পেনের। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরোতে টানা শিরোপা জিতেছিল স্প্যানিশরা।

এবার সেই সুযোগের সামনে দাঁড়িয়ে মেসির আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ জয়ের পর আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে তারা। ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ করতে আর একটি জয়ই দরকার মেসিদের। আগামী ১৫ জুলাই ফাইনালে জিতলেই বিরল এই রেকর্ডে নাম লেখাবে আকাশি-নীল শিবির।

ফুটবলে ২০০৮ সাল থেকেই স্প্যানিশ রাজত্ব শুরু হয়। সেবার স্পেনের কোচ ছিলেন লুইস আরাগোনেস, যিনি দলকে টিকিটাকা ফুটবলের মাধ্যমে ৪৪ বছর পর বড় শিরোপা এনে দেন। এরপর ভিসেন্তে দেল বস্কের নেতৃত্বে ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো জেতে স্পেন।

অন্যদিকে মারাকানায় ফাইনালে হারের পর আর্জেন্টিনার নতুন যাত্রা শুরু হয়। ২০১৮ সালে লিওনেল স্কালোনি দায়িত্ব নিয়ে তারুণ্যনির্ভর এক দল গড়েন। এই দল মেসিকে কেন্দ্র করে নয়, বরং মেসির জন্য সবকিছু উজাড় করে দেয়। এমিলিয়ানো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হুলিয়ান আলভারেজদের মতো খেলোয়াড়দের নেতৃত্বে আর্জেন্টিনার উত্থান ঘটে।

২০২১ কোপায় মারাকানায় ব্রাজিলকে হারানো এবং ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচানোর পর, এবার তারা দাঁড়িয়ে আছে বিরল রেকর্ডের দ্বারপ্রান্তে।

  local-nogod-300-x-250