শিরোনাম

শ্রীলংকার অন্তর্বর্তীকালীন প্রধান কোচ জয়াসুরিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে প্রধান কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন। পরামর্শক মাহেলা জয়াবর্ধনেও পদত্যাগ করেছেন। শ্রীলংকা ক্রিকেট বোর্ড সিলভারউডের স্থলাভিষিক্ত হিসেবে সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শ্রীলংকার দায়িত্ব পালন করবেন জয়াসুরিয়া। জয়াবর্ধনের পাশাপাশি ৫৫ বছর বয়সী জয়াসুরিয়াও সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকা দলের পরামর্শক ছিলেন। এর আগে তিনি দুই দফায় প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন।

শ্রীলংকার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ বিবর্ণ। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা প্রথম পর্ব থেকে বাদ পড়ে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা হবে না। ব্যর্থ মিশনের পর ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নেবে শ্রীলংকা। চলতি মাসেই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দল। এরপর ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেলবে শ্রীলংকা।

শ্রীলংকা ক্রিকেট বোর্ড নতুন কোচ নিয়োগে বেশ সাবধানী পদক্ষেপ নিতে চায়। তাই আপাতত জয়াসুরিয়াকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

খেলোয়াড়ি জীবনে জয়াসুরিয়া ছিলেন দারুণ সফল। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ওয়ানডেতে ৪৪৫ ম্যাচে করেছেন ১৩,৪৩০ রান এবং উইকেট নিয়েছেন ৩২৩টি। যদিও টেস্টে অতটা সফল না হলেও তিনি প্রায় ৭,০০০ রান করেছেন ৪০ গড়ে।

  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250