শিরোনাম

শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন তাসকিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ মাস আগে

প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন, এই আশা নিয়েই তাসকিন আহমেদকে রাখা হয়েছিল বিশ্বকাপ দলে। এবার শুধুই বোলার নয়, তিনি দলে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে মোটামুটি সেরে উঠেছেন তাসকিন। আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে কোনো সংশয় নেই বললেই চলে।

গত ১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বোলিং করেছেন তাসকিন। গতকাল বিকেলেও বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বোলিং করার কথা ছিল। তবে হঠাৎই পরিকল্পনা বদলে যায়। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের বার্তা পাঠান যে, আগের দিনের বৃষ্টির কারণে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করা সম্ভব হচ্ছে না। তাসকিনকে তাই মাশটাং ক্রিকেট একাডেমির ইনডোরে বোলিং করতে হবে।

বাংলাদেশের সাংবাদিকদের অনেকেই এর আগে পৌঁছে গেছেন গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। সেখানে অনুশীলনে নামতে যাওয়া পাকিস্তান দলের সঙ্গে দেখাও হয় তাদের। তাহলে কেন গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুশীলন করা যাবে না? কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো—বৃষ্টি। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে মাশটাং ক্রিকেট একাডেমিতে যাওয়ার পথেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এমনই যে, গাড়ির উইন্ডস্ক্রিন ঝাপসা হয়ে যায়। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম থেকে প্রায় ঘণ্টাখানেক দূরত্বের মাশটাংয়ের ইনডোরে পৌঁছে দেখা গেল, পাকিস্তান দলও ততক্ষণে সেখানে। ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে পুরোদমে অনুশীলন করছে। তাসকিনের বোলিংও ততক্ষণে শেষ। ইনডোর থেকে বেরিয়ে তিনি গাড়িতে ওঠার অপেক্ষায়।

ইনডোরে রান আপের জায়গায় পায়ের নিচে কৃত্রিম টার্ফ। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সেখানে বোলিং করাটা একটু বিপজ্জনক। তাসকিন তাই মোটেই তেড়েফুঁড়ে বোলিং করেননি। যদিও মুখে ছিল না চিরচেনা হাসিটা। ফিরে আসতেই বোঝা গেল, যতটুকু বোলিং করেছেন, তাতে কোনো সমস্যা হয়নি। মুখেও বললেন, ‘সব ঠিক আছে। ভালো আছি।’ প্রথম ম্যাচে খেলতে পারবেন তো? এবারও মুখে হাসি নিয়ে মাথা ঝোঁকালেন, ‘পারব বলেই মনে হয়।’

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ আহমেদ বলেছেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল। যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাই তাকে ইনডোরে আনা হয়েছে। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি হয়েছে।’

  • ঊষারবাণী
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ
  • বাংলাদেশ ক্রিকেট
  • বিশ্বকাপ
  •   local-nogod-300-x-250