শিরোনাম

সত্যি কি বন্ধ হচ্ছে কার্টুন নেটওয়ার্ক?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

৯০-এর দশকে জন্মানোদের কাছে কার্টুন নেটওয়ার্ক ছিল পৃথিবীর একটি বিশেষ অংশ। স্কুল থেকে ফিরে ডেক্সটার্স ল্যাবরেটরি, পাওয়ারপাফ গার্লস, স্কুবি ডু দেখে কেটে যেত সময়। গরমের ছুটির দিনগুলো মোবাইল বা ল্যাপটপ ছাড়াও ভালোই কাটত। শৈশবের স্মৃতি বিজড়িত এই কার্টুন নেটওয়ার্ক বন্ধ হওয়ার খবর পড়ে সারা বিশ্বের ৯০ দশকের বাচ্চারা যেন ধাক্কা খেল। তবে, কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে না; বরং ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে একিভূত হয়ে নতুন শো নিয়ে ফিরে আসছে।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া খবরটি দাবি করেছিল যে কার্টুন নেটওয়ার্ক বন্ধ হচ্ছে। এই খবর শুনে নস্টালজিক হয়ে পড়ে অনেকেই। তবে, এই বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে কার্টুন নেটওয়ার্ক স্টুডিয়ো ও ওয়ার্নার ব্রাদার্স।

কার্টুন নেটওয়ার্ক তাদের ভক্তদের আশ্বস্ত করে টুইট করেছে যে চ্যানেলটি বন্ধ হচ্ছে না। বরং ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে সংযুক্তির পর নতুন শো নিয়ে হাজির হবে। ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, সংযুক্তির পর প্রায় ৮২ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে এবং নতুন বিজনেস মডেল নিয়ে আসার পরিকল্পনা চলছে। সংযুক্তির পর নতুন নাম হবে ‘Warner Bros’।

প্রসঙ্গত, ‘টম অ্যান্ড জেরি’, ‘টকিং টম’, ‘পাওয়ার প্লেয়ারস’, ‘সুপারম্যান’, ‘ব্যাটম্যান’, ‘বেন-১০’ সিরিজের কার্টুনগুলো কার্টুন নেটওয়ার্কেই প্রচারিত হত। ১৯৯২ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা এই চ্যানেলটি বন্ধ হয়ে যাবে এমনটা কেউ ভাবেনি, বিশেষ করে সেই শিশুমনগুলো যারা এই চ্যানেল থেকে শিখেছিল কল্পনার জগতে বিচরণ।

Krishibid Group Real Estate-ads