শিরোনাম

১৫ দিনে হাজার কোটির ঘরে ‘কল্কি’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে সাফল্য: ১৫ দিনে এক হাজার কোটি রুপি আয়

গত ২৭ জুন মুক্তি পাওয়া নাগ অশ্বিনের পরিচালনায় ‘কল্কি ২৮৯৮ এডি’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির ১৫তম দিনে এসে ছবিটি বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। এতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান।

‘কল্কি’ তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। ছবিতে প্রভাসকে ভৈরব চরিত্রে, দীপিকাকে ‘এসইউ-এম৮০’ নামের অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে। অমিতাভ অশ্বত্থামা এবং কমল হাসান সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে অভিনয় করেছেন।

প্রভাস ও দীপিকার জুটি প্রথমবার পর্দায় হাজির হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে দীপিকার বেবি বাম্প নিয়ে আগুনের উপর দিয়ে হাঁটার দৃশ্য দর্শকদের মন ছুঁয়ে গেছে। ছবির সাফল্যের পর নির্মাতারা দ্বিতীয় পর্বের পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। নাগ অশ্বিন জানিয়েছেন, “এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল, প্রচুর অ্যাকশন এবং ব্যাকস্টোরি রয়েছে, যা সিক্যুয়ালে দেখানো হবে।”

ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি ও শাশ্বত চট্টোপাধ্যায়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •   local-nogod-300-x-250