কিলিয়ান এমবাপ্পের স্পেনের নতুন অধ্যায় নিয়ে জল্পনা অনেক দিনের। বহুদিন ধরেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে তার যোগদান নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। প্রতিটি দলবদলের মৌসুমে মনে হয়েছে যে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া কেবল সময়ের ব্যাপার। কিন্তু প্রতি বছর নানা নাটকীয়তার পর তিনি থেকে গেছেন পিএসজিতে।
তবে এবার মনে হচ্ছে এই জল্পনায় ইতি পড়তে চলেছে। এমবাপ্পের ইউরোপে পাড়ি জমানোর আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে আগামী সপ্তাহেই! রোববার এই তথ্য জানিয়েছেন দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানোর মতে, ফেব্রুয়ারি মাসেই রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এমবাপ্পে। এরপর থেকেই ধাপে ধাপে দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। রোমানো আরও জানিয়েছেন যে রিয়ালের সঙ্গে চুক্তি করার ব্যাপারে সব ধরনের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন এই তারকা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এমবাপ্পে পিএসজি ছাড়ার ঘোষণা দেয়ার পর থেকেই গুঞ্জন চলছিল তার রিয়ালে যাওয়ার। তবে সেই গুঞ্জনের ৩ মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে মুখ খোলেননি এমবাপ্পে। রিয়ালও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইউরোপীয় অনেক গণমাধ্যম নিশ্চিতভাবে জানিয়েছে যে এমবাপ্পে রিয়ালেই যাচ্ছেন। শুধু তাই নয়, গণমাধ্যমগুলো এটাও জানিয়েছে যে রিয়ালে নাকি এমবাপ্পের জার্সি নম্বরও ঠিক হয়ে গেছে।
এর আগে, ফ্রান্সের প্রেসিডেন্ট ও ক্লাবের অনুরোধে এমবাপ্পে পিএসজিতে থেকে গিয়েছিলেন। তবে এবার এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। রোমানোও এমনটাই জানিয়েছেন।
ঘোষণার আগেই সান্তিয়াগো বার্নাব্যুর রাস্তায় এমবাপ্পের ছবি সংবলিত স্কার্ফ ও টি-শার্ট বিক্রি শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে তা বিক্রিও হয়ে যাচ্ছে। এর আগে ফ্রান্স জাতীয় দলের অনুশীলনের সময় রিয়াল মাদ্রিদ সমর্থকদের অটোগ্রাফও দিয়েছেন এমবাপ্পে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, প্যারিসের এলাকা বন্ডিতে কেটেছে ফরাসি সুপারস্টার এমবাপ্পের শৈশব। ছোটবেলায় তার ঘরে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর বেশ কিছু পোস্টার লাগানো ছিল।
২০১৭ সালে প্রথমবারের মতো এমবাপ্পেকে দলে পেতে আগ্রহ প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। তখন মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। গত বছর এই চুক্তি শেষ মুহূর্তে নাকচ হয়ে যায়।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ২০২১ ও ২০২২ সালে এমবাপ্পেকে বড় অঙ্কের বিনিময়ে ক্লাবে আনতে চেয়েও সফল হতে পারেননি।