অবশেষে রাজধানী ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে অনেকেই ইন্টারনেট ব্যবহার করতে পারছেন বলে নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একজন সদস্য জানান, সমিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে এবং এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে। তবে, ফেসবুক এবং ইউটিউবে প্রবেশ করা যাচ্ছে না, যদিও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সেবা পুনরায় চালু করার সুখবর দেন। তিনি জানান, রাতেই অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হবে।
প্রতিমন্ত্রী পলক আজ বেলা ১টার দিকে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকায় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন ও ডাটা সেন্টার পরিদর্শন করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ ছিল।