আফগানিস্তান আবারও তাদের সামর্থ্যের প্রমাণ দিলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে রশিদ খান ও তার দল সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে।
রোববার (২৩ জুন) সেন্ট ভিনসেন্টে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে ২১ রানে পরাজিত করেছে। ১৪৯ রান তাড়া করতে নেমে মিচেল মার্শের দল ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ রানে থামে। ২০ রান খরচায় ৪ উইকেট নিয়ে বল হাতে আফগানদের জয়ের অন্যতম নায়ক ছিলেন গুলবাদিন নাইব। এছাড়া, নাভিন উল হক ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।