শিরোনাম

আর্জেন্টিনার কোচ আর না থাকার গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্কালোনি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রস্তুতি: ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে আর্জেন্টিনা ১০ জুন ইকুয়েডর এবং ১৫ জুন গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দুটি এবং কোপার লড়াই সামনে রেখে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, যেখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন।

লিওনেল স্কালোনি, যিনি ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, ২০২১ সালে তাঁর অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপাও পুনরুদ্ধার করে। এবার তার সামনে চ্যালেঞ্জ হলো কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা। এরই মধ্যে স্কালোনির অধীনে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা দল।

গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে হারানোর পর আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। সে সময় তিনি বলেছিলেন, ‘আর্জেন্টিনার এমন একজন কোচ প্রয়োজন, যার সর্বোচ্চ প্রেরণা আছে। আমার এই মুহূর্তে বলটা থামিয়ে ভাবতে হবে।’

স্কালোনির এই মন্তব্য আর্জেন্টিনার সমর্থকদের জন্য ছিল একটি বড় ধাক্কা। এরপর জানুয়ারিতে নানা গুঞ্জনের মধ্যে জানা যায়, কোপা আমেরিকা পর্যন্তই আর্জেন্টিনার কোচ থাকবেন তিনি। কদিন পরই অবশ্য ‘আলবিসেলেস্তা’দের কোচ হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত করে সমর্থকদের আশ্বস্ত করেন বিশ্বকাপজয়ী এই কোচ।

এবার আবার আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ? গত নভেম্বরে আমি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আমার শক্তি সঞ্চয় করা জরুরি ছিল এবং নিজেকে প্রকাশ করতে হতো। আজ আমি ভালো আছি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যত দিন চাইবে, তত দিন কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে রাজি আছি।’

সাম্প্রতিক সময়ে চোটের কারণে ব্যাপকভাবে ভুগেছেন মেসি। তবে কোপা আমেরিকায় পূর্ণ ফিট মেসিকে পাওয়ার আশা করছেন স্কালোনি। এ বিষয়ে তিনি বলেন, ‘ভালো ব্যাপার হচ্ছে মেসি তার দলে মিয়ামিতে খেলা চালিয়ে গেছে, বিশেষ করে চোট থেকে সেরে ওঠার পর। এটা গুরুত্বপূর্ণ যে সে আরও বেশি মিনিট খেলতে পেরেছে। তাকে পূর্ণ ফিট মনে হচ্ছে। সে আগামীকাল দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেবে।’

২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

  • ঊষারবাণী
  • বিশ্বকাপ
  •