শিরোনাম

আর্জেন্টিনা থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন পাওলো দিবালা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

কোপা আমেরিকার হাইভোল্টেজ আসরে সিরিজে আর্জেন্টিনার দল থেকে বাদ পড়া নিয়ে অবশেষে সরাসরি মুখ খুললেন পাওলো দিবালা! নিজের মুখেই জানিয়ে দিলেন দল থেকে বাদ পড়ার আসল রহস্য।

সম্প্রতি, কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির ৩০ জনের সেই স্কোয়াডে জায়গা পাওয়া নির্বাচন হয়নি পাওলো দিবালার। অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে সরাসরি মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার পাওলো দিবালা, নিজের মুখেই জানালেন আসল ঘটনা।

রোমার হয়ে এই মৌসুমে ৩৯টি ম্যাচ খেলেছেন দিবালা, করেছেন ১৬ গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি। তবে এই মৌসুমেও চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে। সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে চোটে। তবে যখনই মাঠে ফিরেছেন, খুব একটা মন্দ করেননি। তাই আশা ছিল কোপার দলে জায়গা পাওয়ার।

নিজের পারফরম্যান্স নিয়ে দিবালা সন্তুষ্ট থাকলেও তিনি মন ভরাতে পারেননি স্কালোনির। তাই জায়গাও মেলেনি স্কোয়াডে। যা নিয়ে দ্য অ্যাথলেটিকের সাথে হতাশাই ঝেড়েছেন, ‘কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি বেশ আঘাতই পেয়েছি বলা যায়।’ ‘আমি বুঝি যে কোচদের জন্যও কাজটা সহজ না। স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে। তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে।’ যোগ করেন তিনি।

রোমার এমন মৌসুম নিয়েও নিজের অনুভূতি জানান দিয়েছেন দিবালা, ‘ছয়ে থেকে শেষ করাটা কারোরই পছন্দ হওয়ার কথা না। আমাদের দলের এর থেকে ভালো করার সামর্থ ছিল। আমরা ভালোই খেলেছি, তবে শেষ করেছি ছয়ে থেকে। আমি মোটেও সন্তুষ্ট নই, আমরা আরও ভালো করতে পারতাম।’

অন্যদিকে, ২১ জুন শুরু হবে কোপা আমেরিকা। কোপার প্রস্তুতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে নিয়েই আর্জেন্টিনার দল ঘোষণা করা হয়েছে। কোপার শিরোপা ধরে রাখার মিশনে আগামী ৯ জুন প্রস্তুতি ম্যাচে শিকাগোয় ইকুয়েডর ও পাঁচদিন পর মেরিল্যান্ডে গুয়াতেমালার মোকাবিলা করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটি ম্যাচের জন্য লিওনেল মেসিকে নিয়েই ২৯ সদস্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনার।

২০২২ বিশ্বকাপ জয়ী দলের ২২ জন খেলোয়াড়কেই এই দলে রাখা হয়েছে। যার মধ্যে মেসি ছাড়াও রয়েছেন বেনফিকার ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে এই দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, হুয়ান ফোয়েথ ও থিয়াগো আলমাডা।

আগামী ১৫ জুন কোপা আমেরিকার দলগুলোর চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ। গত সপ্তাহে কনমেবল জানিয়েছে দলের আকার বাড়িয়ে ২৩ জন থেকে ২৬ জন পর্যন্ত করা যাবে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই বর্তমান দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন। আগামী ২১ জুন আটলান্টায় কানাডা অথবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। পাঁচদিন পর নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে চিলি ও ২৯ জুন ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে পেরুর মোকাবিলা করবেন মেসিরা।

No tags found for this post.