গত রোববার রাতে এবং সোমবার সকালে ফুটবল বিশ্ব পেয়েছে দুই নতুন মহাদেশীয় চ্যাম্পিয়ন। রাতের ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো শিরোপা জেতে স্পেন। সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
ম্যাচগুলোর পর থেকেই ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুই দল এবং তাদের খেলোয়াড়রা। স্পেন ও আর্জেন্টিনার স্কোয়াডে তারকার ছড়াছড়ি। বিশ্বের সেরা খেলোয়াড়দের অনেকেই এই দুই দলের অংশ।
শক্তি-সামর্থ্যে কারা এগিয়ে?
স্পেন ও আর্জেন্টিনার মধ্যে শক্তি-সামর্থ্যের দিক থেকে কে এগিয়ে, সেই প্রশ্ন উঠেছে। সরাসরি দুই দলের শক্তির পরীক্ষা দেখতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। আগামী বছরের জুন-জুলাইয়ে মহাদেশীয় সেরা এই দুই দল মুখোমুখি হবে ফিনালিসিমায়। এই ম্যাচে দুই দলের সামনে থাকবে আরও একটি ট্রফি জয়ের সুযোগ। আগের ফিনালিসিমায় ইতালিকে হারিয়ে ট্রফি জিতেছিল আর্জেন্টিনা।
মূল্য তালিকায় এগিয়ে স্পেন
স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখতে এখনো কিছু সময় বাকি থাকলেও, তাদের বাজারমূল্যের দিক থেকে কে এগিয়ে, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, স্পেনের স্কোয়াডের মূল্য ৯৬ কোটি ৫০ লাখ ইউরো। স্পেন দলে ইউরোপের শীর্ষ ক্লাবে খেলা দুর্দান্ত কিছু ফুটবলার আছেন, যারা স্কোয়াডের মূল্য বাড়াতে সাহায্য করেছেন। উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে আছেন রদ্রি, লামিনে ইয়ামাল, পেদ্রি এবং নিকো উইলিয়ামস।
স্পেনের সবচেয়ে দামি ৫ খেলোয়াড়:
আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতি
আর্জেন্টিনা বর্তমানে নিজেদের ইতিহাসের সেরা সময় পার করছে। ২০২১ সালের পর থেকে বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ এবং ফিনালিসিমাও জিতেছে তারা। দলটিতে আছেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়া এবং হুলিয়ান আলভারেজের মতো তারকারা। কিন্তু বড় তারকাদের উপস্থিতির পরও স্পেনের চেয়ে কিছুটা পিছিয়ে আছে আর্জেন্টিনা। মূলত মেসি ও মারিয়ার সেরা সময় পেছনে ফেলে আসার প্রভাব পড়েছে বাজারমূল্যে। এ দুজনসহ বেশ কজন অভিজ্ঞ খেলোয়াড় নেই তালিকার সেরা পাঁচে।
আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য
ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য ৮০ কোটি ইউরো।
আর্জেন্টিনার সবচেয়ে দামি ৫ খেলোয়াড়: