শিরোনাম

ইংল্যান্ড দলে জেমি ও অ্যাটকিনসনের অভিষেক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

লর্ডসে ইংল্যান্ডের দলে জেমি স্মিথ ও গাস অ্যাটকিনসনের অভিষেক

বুধবার থেকে লর্ডসে শুরু হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হতে যাচ্ছে পেসার গাস অ্যাটকিনসন ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জেমি স্মিথের। তাদের দুজনকে একাদশে রাখা হয়েছে। এছাড়াও আছেন অ্যাশেজ সিরিজের সেরা খেলোয়াড় ক্রিস ওকস এবং ভারতের বিপক্ষে অভিষেক হওয়া অফ স্পিনার শোয়েব বশির।

গাস অ্যাটকিনসন ইতোমধ্যে ইংল্যান্ডের হয়ে ১২টি সাদা বলের (৯টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি) ম্যাচ খেলেছেন। কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়নি। এখন যেহেতু জেমস অ্যান্ডারসন অবসরে যাচ্ছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে পরখ করা হচ্ছে। অ্যাটকিনসন ঘণ্টায় ৮০ থেকে ৯০ মাইল গতিতে বল করতে পারেন। তিনি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলে ছিলেন, কিন্তু সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের এবারের মৌসুমে অ্যাটকিনসন ১৪ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, জেমি স্মিথকে বেন ফোকস ও জনি বেয়ারস্টোর উত্তরসূরি হিসেবে দেখা যাবে উইকেটের পেছনে। ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করেছেন। তিনি দ্বিতীয় প্রথম শ্রেণির সেঞ্চুরি করেছেন এবং সারের হয়ে ৫৬.৪১ গড়ে ও ৭৮.৬৭ স্ট্রাইক রেটে ৬৭৭ রান করেছেন। এর আগে ইংল্যান্ডের হয়ে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন। টেস্টে তিনি সাত নম্বরে ব্যাটিং করবেন। হ্যারি ব্রুক পাঁচ নম্বরে এবং অধিনায়ক বেন স্টোকস ছয়ে ব্যাট করবেন।

ইংল্যান্ডের একাদশ:
জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, ⁠অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), ⁠জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ⁠শোয়েব বশির, ⁠জেমস অ্যান্ডারসন।

No tags found for this post.