ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেন তাদের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রি, দানি কারভাহাল ও রবিন লে নরমান্ডকে পাচ্ছে না।
জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সপ্তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন পেদ্রি। টনি ক্রুসের ট্যাকলে মারাত্মকভাবে আহত হয়ে বার্সেলোনার এই তরুণ মিডফিল্ডার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। স্পেন ফাইনালে উঠলেও তাকে আর দেখা যাবে না।
একই ম্যাচে লাল কার্ড দেখায় রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক দানি কারভাহালও সেমিফাইনালে খেলতে পারবেন না। অতিরিক্ত সময়ের ১২৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখেন তিনি, ফলে সেমিফাইনালে তাকেও দর্শক হয়ে থাকতে হবে।
হলুদ কার্ড জটিলতায় সেমিফাইনালে খেলতে পারবেন না রবিন লে নরমান্ডও। জার্মানির বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে হলুদ কার্ড দেখেন তিনি, যা চলতি ইউরোতে তার দ্বিতীয় হলুদ কার্ড। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজকে নিয়ে রয়েছে সংশয়। রুইজ খেলতে না পারলে তার জায়গায় জার্মানির বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল করা রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মেরিনোর সুযোগ মিলতে পারে।