রবিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। দলটির কোচ গ্যারেথ সাউথগেটকে নিয়ে সমালোচনা থাকলেও, সাফল্যের বিচারে তিনি এগিয়ে আছেন। ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস জানিয়েছেন, এবার তারা সাউথগেটকে একটি শিরোপা এনে দিতে চান।
রাইস বলেন, “আশা করি, এবার আমরা এটা করতে পারবো (ট্রফি জেতা)। শুধু একে-অন্যের জন্য নয়, কোচের জন্যও। আমার মনে হয় তিনি এমন কিছু প্রাপ্য।”
গতবার ফাইনালে ইতালির বিপক্ষে ১২০ মিনিটের খেলায় ইংল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে তারা ৩-২ গোলে হেরে যায়। তিন বছর আগে সেই হারের অংশ ছিলেন রাইস, যা তাকে সারাজীবন পোড়াবে বলে তিনি জানিয়েছেন।
রাইস আরও বলেন, “ইতালিকে ট্রফিটা উঁচিয়ে ধরতে দেখা আমাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে। আমরা এখন আরেকটা সুযোগ পেয়েছি যেখানে নিজেদের ইতিহাস লিখতে পারি। কিন্তু আমরা আরেকটি ভালো দলের মুখোমুখি হবো, যাদের অনেক সম্মান করতে হবে।”