শিরোনাম

ইতালিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ৩১ বছর পর হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ২-০ গোলে জিতে চলমান আসরে নিজেদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইসরা।

সুইজারল্যান্ডের সর্বশেষ জয় ছিল ১৯৯৩ সালের মে মাসে, বিশ্বকাপ বাছাইপর্বে ১-০ গোলে। এরপর থেকে দুই দলের ১১ দেখায় (৬ ড্র, ৫ হার) সুইসরা জয়ের মুখ দেখেনি।

শনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর প্রথম ম্যাচে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন রেমো ফ্রয়লার। প্রথম গোলের সহায়তাকারী রুবেন ভার্গাস করেন দ্বিতীয় গোলটি।

ম্যাচের ৩৭তম মিনিটে সুইজারল্যান্ড প্রথম গোল করে। বাঁ দিক থেকে ভার্গাসের পাস বক্সে ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ে ভলি করেন ফ্রয়লার, যা দোন্নারুম্মার পায়ে লেগে জালে জড়ায়।

বিরতির পর মাত্র ২৭ সেকেন্ডের মধ্যে সুইজারল্যান্ড ব্যবধান দ্বিগুণ করে। সতীর্থের পাস বক্সে পেয়ে দুর্দান্ত শটে গোল করেন ভার্গাস। এরপর বাকি সময়ে উল্লেখযোগ্য কোনো সুযোগ না পেয়ে সুইজারল্যান্ড দারুণ জয় উদযাপন করে।

টানা দ্বিতীয়বারের মতো ইউরোর শেষ আটে উঠল সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে ইংল্যান্ড অথবা স্লোভাকিয়ার বিপক্ষে।