শিরোনাম

ইরাককে হারিয়ে অলিম্পিকে টিকে রইল আর্জেন্টিনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
ইরাককে হারিয়ে অলিম্পিকে টিকে রইল আর্জেন্টিনা

অলিম্পিক ম্যাচে আর্জেন্টিনাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিল ইরাক। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা চাপের মধ্যে থেকেও জয় নিশ্চিত করেছে। এ ম্যাচে আর্জেন্টিনা ইরাককে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে।

ফ্রান্সের রোদ ঝলমলে দিনে আর্জেন্টিনার শুরুটা ছিল চমৎকার। দশ মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে থিয়াগো আলমাদা একটি ফ্রি-কিক থেকে গোল করতে পারতেন। ফ্রি-কিকটি ছিল নিখুঁত, কিন্তু ইরাকী গোলরক্ষক হুসেইন হাসান অসাধারণ দক্ষতায় বলটি আটকে দেন। যদিও তিন মিনিট পর আবার আলমাদা স্কোরশিটে নিজের নাম তোলেন।যোগ করা সময়ে সমতায় ফেরে ইরাক। একটি দারুণ ক্রসের মাধ্যমে গোল করে ইরাককে সমতায় ফিরিয়ে দেন আইমান হুসেইন। প্রথমার্ধে এরপর দুই দলেরই পক্ষ থেকে খুব বেশি উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হাভিয়ের মাশ্চেরানোর দলের আলমাদা এবং ইগনাসিও ফার্নান্দেজ প্রথম ১০ মিনিটেই ধারাবাহিকভাবে ইরাকি রক্ষণের ওপর চাপ সৃষ্টি করেন। ৬০ মিনিটে মাশ্চেরানো তিনটি পরিবর্তন আনেন, যা ম্যাচের ভাগ্য বদলে দেয়। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা কেভিন জেনন বক্সে একটি চমৎকার ক্রস বাড়ান, যা লুসিয়ানো গুন্দো মাথা ছুঁইয়ে গোল করে। বদলি হিসেবে মাঠে আসার মাত্র ২ মিনিটের মধ্যে এই দুই তরুণ আর্জেন্টিনাকে এগিয়ে দেন। গুন্দো ও জেননের এই কার্যকরী সংযুক্তি আর্জেন্টিনাকে ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  •