বিশ্বকাপ যে ফরম্যাটেরই হোক না কেন, তাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশার পারদ থাকে উঁচুতে। কিন্তু সেই প্রত্যাশা আর প্রাপ্তির যোগফল মেলাতে পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় প্রতি বিশ্বকাপেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আরও একটি বিশ্বকাপ যখন সামনে, তখন ফের আলোচনায় বাংলাদেশের সম্ভাবনা নিয়ে। যদিও দলের অধিনায়ক গত মাসে গণমাধ্যমকে বলেছিলেন বিশ্বকাপে দলকে নিয়ে প্রত্যাশা না করতে, ‘প্রত্যাশা খুব একটা করার দরকার নেই’।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে প্রত্যাশার শেষ ছিল না। অনেক সাবেক ক্রিকেটারই আশার কথা জানাতে গিয়ে বলেন, প্রিয় দলের পথচলাটা দারুণ হবে। কেউ কেউ বাংলাদেশকে সেমিফাইনালেও দেখেছেন। যদিও দেখতে হয়েছে ভিন্ন বাস্তবতা। ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ ৯ ম্যাচে মাত্র ২টিতে জেতে।
সর্বশেষ অভিজ্ঞতাই যেন শান্তকে অতি সাবধানী করে তুলেছে। বিশ্বকাপের আগে দর্শকদেরও প্রত্যাশায় লাগাম টানতে বলেছেন তিনি। তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা বাঁহাতি এই ব্যাটার মঙ্গলবার ঢাকায় একটি অনুষ্ঠানে বলেন, ‘প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা… এটা করবো, সেটা করবো। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের দর্শকদের কাছে, প্রত্যাশা করার খুব একটা দরকার নেই।’
শান্তর বক্তব্যের সূত্র ধরেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটা আসলে কী? উত্তরে তিনি বলেছেন, ‘দেশের ক্রিকেটের বিশাল উন্মাদনা আছে। সবসময় দেখেছি, যখনই খেলা হয় তখন গ্যালারি ভর্তি থাকে। এখন তা আরও বেড়েছে। এটা অধিনায়ক বুঝতে পেরেছে। সে একটা বার্তা দিতে চেয়েছে যে- টি-টোয়েন্টিতে আমরা এখনই ওই পর্যায়ে চলে যাইনি যে ফাইনালে খেলার মতো। সে বাস্তব শক্তির আলোকে বোঝাতে চেয়েছে যে, টুর্নামেন্টে ধাপে ধাপে বাংলাদেশ এগোতে চায়।’
যদিও পরে আরেক প্রশ্নের উত্তরে লিপু বলেছেন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার লক্ষ্য তাদের, ‘প্রাথমিক পর্বের প্রত্যাশা অনেকটা বেশি সুযোগ আছে। আমি বলবো দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরে বসে থাকবো, এটা না। বাস্তবতা হলো প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো দলই বিশ্বাস করে একে অপরকে হারাতে পারে। এটা খুব চাপের ম্যাচ হবে। সেটা জিতলে পরের তিন ম্যাচের দুটো জেতার খুব সম্ভাবনা দেখছি। দক্ষিণ আফ্রিকাকে যে হারানো যাবে না এটা না। অবশ্যই আমাদের সঙ্গে ওদের ব্যবধান আছে। হয় তাদেরকে বিলো পারফর্ম বা আমাদের ওভারপারফর্ম করে ওদের হারাতে হবে।’