নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রাম বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। সোমবার বিকেলে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হামলা ও অগ্নিসংযোগের আগ মুহূর্তে, বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা তার পরিবারসহ অজ্ঞাত স্থানে চলে যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ বসুরহাট বাজারে আনন্দ মিছিল শুরু করে। এক পর্যায়ে, মিছিলকারীদের একটি অংশ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
এরপর ক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি, বড় রাজাপুরে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুরের পর সেখানে অগ্নিসংযোগ করে।
No tags found for this post.