শিরোনাম

কোপায় উরুগুয়ে দল থেকে ছিটকে গেলেন আরাউহো

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ মাস আগে

উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্দ আরাউহো কোপা আমেরিকার বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না। আজ বুধবার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

গত রবিবার ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারে পৌঁছায় উরুগুয়ে। তবে সেই ম্যাচের প্রথমার্ধেই পায়ের চোটে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ২৫ বছর বয়সী আরাউহো। চোট পরীক্ষার পর জানা যায়, তার পেশিতে আঘাত লেগেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরাউহোকে মাঠে ফিরতে প্রায় দুই মাস সময় লাগতে পারে। ফলে তিনি কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল এবং সম্ভাব্য ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও খেলতে পারবেন না।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার ভোরে সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। আরাউহোর অনুপস্থিতি উরুগুয়ে দলের জন্য বিশাল ধাক্কা হয়ে দাঁড়াবে।

No tags found for this post.