শিরোনাম

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনা কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে এবং গ্রুপ চ্যাম্পিয়নও হয়েছে। এবার আলবিসেলেস্তারা জানতে পেরেছে শেষ আটে তাদের প্রতিপক্ষ কারা। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় টেক্সাসের হিউস্টনে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

‘বি’ গ্রুপে রানার্সআপ হয়ে ইকুয়েডর আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে। দলটি আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে। ফলে মেক্সিকো ও ইকুয়েডর দুই দলের পয়েন্ট সমান ৪ হলেও ইকুয়েডর গোল ব্যবধানে (+১) এগিয়ে থেকে গ্রুপে দ্বিতীয় হয়েছে।

একই গ্রুপের অন্য ম্যাচে ভেনেজুয়েলা ৩–০ গোলে জ্যামাইকাকে হারিয়েছে। ভেনেজুয়েলা আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে এবং শেষ আটে কানাডার বিপক্ষে খেলবে। ৬ জুলাই ভেনেজুয়েলা ও কানাডার ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।

অন্যদিকে, ব্রাজিল এখনো শেষ আটে ওঠার জন্য অপেক্ষা করছে। প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা ব্রাজিল বুধবার গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলবে।

‘এ’ ও ‘বি’ গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ায় কোয়ার্টারের সমীকরণ নির্ধারণ হয়েছে। তবে ‘সি’ ও ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচ এখনো বাকি। আগামীকাল ‘সি’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্র–উরুগুয়ে ও বলিভিয়া–পানামা মুখোমুখি হবে। বলিভিয়া ছাড়া বাকি তিন দলই কোয়ার্টার ফাইনালের দৌড়ে আছে। উরুগুয়ের পয়েন্ট ৬, যুক্তরাষ্ট্র ও পানামার ৩ পয়েন্ট করে।

বাংলাদেশ সময় বুধবার সকালে ‘ডি’ গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ের প্রতিপক্ষ কোস্টারিকা। এই গ্রুপে প্যারাগুয়ে ইতিমধ্যে ছিটকে পড়েছে। কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে এবং কোস্টারিকা ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।