শিরোনাম

চাঁদ থেকে বিরল পাথর নিয়ে ফিরে এল চীনের মহাকাশযান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

চাঁদ থেকে বিরল পাথরখণ্ড সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চীনের মহাকাশযান। মঙ্গলবার মঙ্গোলিয়ার মরুভূমিতে অবতরণ করে মহাকাশযানটি চাঁদের দূরবর্তী অনাবিষ্কৃত অংশ থেকে পাথর নিয়ে আসে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গত ২ জুন চ্যাং’ই-সিক্স নামের যানটি চাঁদের দূরবর্তী অংশে সফলভাবে অবতরণ করে। চাঁদের এই অংশকে ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে ডাকা হয়। ধারণা করা হয়, চাঁদ গঠনের প্রাথমিক পর্যায়ে বিশাল এক সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল।

বিজ্ঞানীরা এই নমুনাগুলোর উপর গবেষণায় অত্যন্ত উৎসাহী। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মানব ইতিহাসে এই প্রথম চাঁদের ‘অন্ধকার দিক’ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা হয়েছে। এটি চীনের মহাকাশ গবেষণা ও বিজ্ঞান খাতে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য।