শিরোনাম

ঢাকা মাতাতে আসছেন নচিকেতা!

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার অন্যতম প্রধান শিল্পী নচিকেতা। ‘নীলাঞ্জনা’খ্যাত এই শিল্পী তিন দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। নব্বই দশকে তাঁর গান বাংলা সঙ্গীতের সংজ্ঞা বদলে দিয়েছিল। ১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’, যা তাঁকে দুই বাংলায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

বিখ্যাত এই শিল্পী এবার ঢাকায় আসছেন, তাঁর বাস্তবধর্মী গানের মাধ্যমে সাধারণ মানুষের মনকে আলোড়িত করতে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার’ শীর্ষক কনসার্টে গান গাইবেন নচিকেতা। আগামী ২৬ জুলাই ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’ অনুষ্ঠিত হবে এই মিলনায়তনে।

নচিকেতার সাথে থাকবেন আয়োজক প্রতিষ্ঠানটির সিইও এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার। গত সোমবার আজব কারখানার ফেসবুক পেজে নচিকেতার কনসার্টের বিষয়টি জানানো হয়।

গত বছর সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে ঢাকায় একটি একক কনসার্ট করেছিলেন নচিকেতা। নভেম্বরে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক সেই আয়োজনটি ব্যাপক সাড়া ফেলেছিল। সেদিন রাত ৮টায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই দর্শকদের ভিড় জমেছিল।

প্রথম কনসার্টেও নচিকেতার সঙ্গে গেয়েছিলেন জয় শাহরিয়ার। সেই কনসার্টে নচিকেতা গানের মাধ্যমে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

নচিকেতা চক্রবর্তী একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সংগীতকার। ১৯৯০-এর দশকের প্রথম ভাগে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম প্রকাশের পর তিনি দুই বাংলায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর গানের কথায় সাধারণ মানুষের মনের কথা উঠে আসে, যা সহজ অথচ গভীর তাৎপর্যপূর্ণ। কবীর সুমনের পরে নচিকেতা জীবনমুখী গানের অন্যতম পরিচিত শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

নচিকেতা বাংলা গান ছাড়াও হিন্দি ও অন্যান্য ভাষায় বেশ কয়েকটি গান গেয়েছেন। একক অ্যালবাম ছাড়াও যৌথ অ্যালবাম এবং সিনেমার গানে তাঁর অংশগ্রহণ রয়েছে, যা তাঁকে আরো খ্যাতি এনে দিয়েছে।

  • ঊষারবাণী
  • নচিকেতা
  • নীলাঞ্জনা
  • শিল্পী
  • সংগীতশিল্পী
  •