শিরোনাম

তাহসানের জটিল রোগের দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে
কণ্ঠনালির জটিল রোগ হেটেরোটোপিয়ায় আক্রান্ত তাহসান

গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা ও মডেল তাহসান রহমান খান। এ জন্য ভক্তদের প্রতি একটি দুঃসংবাদ দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তাহসান। তার জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া, যা ২০১৮ সাল থেকে তাকে কষ্ট দিচ্ছে।

সংবাদমাধ্যমে বিশেষ এক সাক্ষাৎকারে তাহসান নিজেই তার অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি বলেন, এ সমস্যার কারণে গলার কাঠামো পরিবর্তন হতে শুরু করে, যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয়।

তাহসান আরও বলেন, “দিন যত পার হচ্ছে, গান গাওয়ার সক্ষমতা হারাচ্ছি। গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝেছি। প্রথমে খুব ভয় পেতাম, মনে হতো আর গাইতে পারব না।”

জটিল রোগটির চিকিৎসা প্রসঙ্গে তাহসান বলেন, “দীর্ঘসময় ধরে চিকিৎসা চলছে। জীবনযাত্রায় যেমন পরিবর্তন এনেছি, তেমনি খাদ্যাভ্যাসেও পরিবর্তন করেছি। জানি না ভবিষ্যতে কী হবে।”

কণ্ঠশিল্পী তাহসান তার অসুস্থতা নিয়ে আফসোস করে বলেন, “অনেকবারই হয়েছে, সাধারণত আমি যেভাবে কনসার্টে পারফর্ম করি, সেভাবে করতে পারিনি অসুস্থতার জন্য। তবে আমি সত্যি সৌভাগ্যবান যে এতে শ্রোতাদের ভালোবাসা কখনও কমেনি।”

ভক্ত ও শ্রোতাদের উদ্দেশ্যে তাহসান বলেন, “আমার জন্য আপনারা দোয়া করবেন, রোগটি যেন আমাকে আর বেশি ভোগায় না। গলার সমস্যার কারণে আমি এখন আগের চেয়ে কনসার্ট ও লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি। যদি এ কনসার্ট ও লাইভে গান গাওয়ার পরিমাণ আরও কমতে থাকে, তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরও বেড়েছে এবং আমি গান গাওয়ার মতো অবস্থায় নেই।”

  • ঊষারবাণী
  •