শিরোনাম

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর মাহমুদুল্লাহ’র আবেগ প্রবণ বার্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বাংলাদেশ হেরে গেছে। ইনিংসের শেষ মুহূর্তগুলো ছিল অত্যন্ত রোমাঞ্চকর। উত্তেজনাপূর্ণ ও স্নায়ুচাপের এই ম্যাচে বাংলাদেশ জয় পায়নি। বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১১৪ রান, কিন্তু টাইগাররা ১০৯ রানে থেমে যায়।
সোমবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ ২ বলে বাংলাদেশের দরকার ছিল ৬ রান। মাহমুদুল্লাহ তখন স্ট্রাইকে ছিলেন। পুরো মাঠে ছিল টানটান উত্তেজনা। কেশভ মহারাজ একটি হাই ফুলটস বল করেন, যা মাহমুদুল্লাহ জোরে হাঁকান। বলটি ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু লংঅন বাউন্ডারিতে দৌড়ে এসে অসাধারণ এক ক্যাচ ধরেন এইডেন মার্করাম। এতে টাইগারদের স্বপ্ন ভঙ্গ হয়।
ইডেন মার্করাম বলটি তালুবন্দি করার পর মাহমুদুল্লাহ ব্যাট ছেড়ে দুই হাত মাথায় দিয়ে আফসোস করছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন, আরেকটু জোর দিলে ছক্কা হতে পারতো। ম্যাচ শেষে তিনি তার আবেগপ্রবণ বার্তা ফেসবুকে শেয়ার করেন। মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না। আমরা সবটুকু দিয়েছি এবং খুব কাছে পৌঁছেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা সামনে এগিয়ে যেতে থাকবো।”