নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রাশিয়া গেছেন। সোমবার দুই দিনের সফরে মস্কো পৌঁছালে বিমানবন্দরেই মোদিকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
সফরের প্রথম দিন সোমবার মোদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নৈশভোজে অংশ নেবেন। পরের দিন মঙ্গলবার দুই নেতা রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে বৈঠক করবেন।
মোদির এবারের মস্কো সফরে ২২তম দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যা ২০০০ সাল থেকে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়ে আসছে বলে রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে।
এদিকে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির এই সফরকে বিশ্বব্যাপী কূটনৈতিক দৃষ্টিকোণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া সফরের পর মোদির অস্ট্রিয়া যাওয়ারও পরিকল্পনা রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় যে, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর এটিই মোদির প্রথম মস্কো সফর। এর আগে, মোদি সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালে।