শিরোনাম

নিজের অবসর নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মেসি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
নিজের অবসর নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন মেসি

ক্যারিয়ারে প্রায় সব ট্রফি জেতারই স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। বর্তমানে মাঠ মাতাচ্ছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। গত বছরের জুলাইতে ফরাসি ক্লাব পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমান ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।
বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় কবে ফুটবলকে বিদায় জানাবেন সেই প্রশ্ন অনেকেরই জানতে চায়। অবশেষে অবসর নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মেসি। কবে এবং কোন ক্লাব থেকে অবসর নেবেন সেটি স্পষ্ট না জানালেও তিনি জানিয়েছেন যে, ক্যারিয়ারের শেষ ম্যাচটি তার এক ক্লাবের জার্সিতে খেলবেন।
এক সাক্ষাৎকারে ইএসপিএনকে দেওয়া মধ্যে মেসি বলেন, ‘ইন্টার মায়ামি হবে আমার শেষ ক্লাব। হ্যাঁ, এখন পর্যন্ত সব ঠিক থাকলে এটাই আমার সর্বশেষ ক্লাব হবে।’
তিনি আরও বলেন, ‘ফুটবলকে বিদায় জানাতে আমি এই মুহূর্তে রাজি নই। আমি অনুশীলন, ম্যাচ উপভোগ করছি। সবকিছুর ইতি টানার যে ভয় সেটা আমার মাঝেও রয়েছে। আমি মনে করি ইন্টার মায়ামিই আমার শেষ ক্লাব হবে।’ সূত্র : ইএসপিএন