শিরোনাম

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কে পি শর্মা অলি। তার নেতৃত্বে দেশটিতে নতুন জোট সরকারের যাত্রা শুরু হতে চলেছে। এটি নিয়ে তৃতীয়বারের মতো তিনি নেপালের প্রধানমন্ত্রী হলেন।

গত শুক্রবার নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষে প্রধানমন্ত্রী ও সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দহল (ওরফে প্রচণ্ড) আস্থা ভোটে পরাজিত হন। এর ফলে নতুন সরকার গঠনের পরিস্থিতি সৃষ্টি হয়।

এর আগে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের জুলাই পর্যন্ত প্রথমবার এবং ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী ছিলেন অলি। দ্য হিন্দু জানিয়েছে, রবিবার প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল অলিকে সিপিএন-ইউএমএল এবং নেপালি কংগ্রেস (এনসি) জোট সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ৭২ বছর বয়সী অলি বিদায়ী প্রধানমন্ত্রী প্রচণ্ডের স্থলাভিষিক্ত হলেন। আজ সোমবার কে পি শর্মা অলিসহ নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।

নেপালে ২০০৮ সালে ১৩৯ বছরের রাজতন্ত্রের অবসানের পর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। সেই সময় থেকে বর্তমান পর্যন্ত অলির নতুন সরকার হবে দেশের ১৪তম সরকার।

৩ জুলাই, প্রধানমন্ত্রী প্রচণ্ডের নেতৃত্বাধীন জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় অলির নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট (ইউএমএল), যা ছিল সবচেয়ে বড় শরিক দল। এর ফলে সংবিধান অনুযায়ী প্রচণ্ডকে পার্লামেন্টে আস্থা ভোট ডাকতে হয়। নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস (এইচওআর)-এ ২৭৫টি আসন রয়েছে। কোনো প্রধানমন্ত্রীকে আস্থা ভোটে জয়ী হয়ে ক্ষমতায় থাকতে হলে প্রয়োজন হয় কমপক্ষে ১৩৮টি ভোট। কিন্তু গত শুক্রবারের আস্থা ভোটে উপস্থিত ২৫৮ জন আইনপ্রণেতার মধ্যে প্রচণ্ড মাত্র ৬৩টি ভোট পান। তার বিপক্ষে ১৯৪ জন আইনপ্রণেতা ভোট দেন এবং একজন ভোটদানে বিরত থাকেন।

ইউএমএল সমর্থন প্রত্যাহার করার পর তারা নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক দল, নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মেলায়। নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবা এরপর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অলিকে অনুমোদন দেন।

সূত্র: এনডিটিভি

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • নেপাল
  •