শিরোনাম

পরের বারও চ্যাম্পিয়ন হবে মাদ্রিদ: আনচেলত্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

মাদ্রিদকে পরের বারও চ্যাম্পিয়ন হওয়ার আকাঙ্ক্ষা ধরে রাখার পরামর্শ দিলেন আনচেলত্তি

ওয়েম্বলিতে শনিবার রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, আগামী মৌসুমেও এই একই ধরনের শিরোপা জয়ের ক্ষুধা তার দলের থাকবে।

লস ব্ল্যাঙ্কোসরা ফাইনালে ডানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জয় করে।

ফাইনাল শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমাদের পেট ভরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামীকাল সমর্থকদের সাথে আরো একটি চমৎকার দিন উপভোগ করব। এরপর বিশ্রাম, খেলোয়াড়রা ইউরো, কোপা আমেরিকা খেলতে যাবে। তারা ফিরে এসে আবারো সেই একই আকাঙ্ক্ষা নিয়ে নতুন মৌসুমে মাঠে নামবে। আমাদের নিয়ে আশা সবসময়ই থাকবে।’

এই ইতালিয়ান কোচ হিসেবে রেকর্ড পঞ্চমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন আনচেলত্তি। শিরোপা উদযাপনের সময় খেলোয়াড়রা তাদের প্রিয় কোচকে মাথায় তুলে নিয়ে আনন্দ উদযাপন করেছেন।

আগামী ১০ জুন ৬৫ বছরে পা রাখতে যাওয়া আনচেলত্তি আরো বলেন, ‘এই প্রতিযোগিতা আমাকে দুর্দান্তভাবে খুশি করেছে। একজন খেলোয়াড় ও একজন কোচ হিসেবে আমি এর শতভাগ আনন্দ উপভোগ করেছি। এই ম্যাচের এক সপ্তাহ পরও যেন এই একই আবেগ সকলের মধ্যে থাকে আমার লক্ষ্য সেটাই। বিশ্বের সেরা একটি ক্লাবের সাথে থাকতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।’

ডেভিড আলাবা, এডার মিলিটাও, থিবো কোর্তোয়ার মত দলের প্রথম সারির খেলোয়াড়রা ইনজুরিতে থাকার পরও এবারের মৌসুমের পারফরমেন্সকে ১০ নম্বরের মধ্যে ১০ই দিতে চান আনচেলত্তি। কোর্তোয়া তো হাঁটুর গুরুতর ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের আগের কোনো ম্যাচেই খেলতে পারেননি। কাল ফাইনালে তিনি মাঠে নেমেই নিজেকে প্রমাণ করেছেন।

ক্লাব ইতিহাসে পঞ্চমবারের মত লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ ডাবল জয়ের কৃতিত্ব দেখালো মাদ্রিদ। এই আধিপত্য হয়তো ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের দলে যোগদানের পর আরো বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিনের মধ্যেই এমবাপ্পের চুক্তি প্রসঙ্গে মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে জানাবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মাদ্রিদের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন জার্মান অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুস। ইউরো ২০২৪’র পর সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ক্রুস।

এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘এখন কী হয় দেখা যাক। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাচ্ছি। অন্য খেলোয়াড়দের তার স্থান নিতে হবে। আমরা সবসময় যা করি এবারো তার ব্যতিক্রম হবে না। যে খেলোয়াড় চলে যায় তার মানের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তিত খেলোয়াড়টিকে মানিয়ে ওঠার চেষ্টা করি।’