শিরোনাম

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় কলকাতার নিজ বাসভবনে তার মৃত্যু ঘটে। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় (সিওপিডি) ভুগছিলেন।

জ্যোতি বসুর পর পশ্চিমবঙ্গে ৩৪ বছরব্যাপী বামফ্রন্ট সরকারের শেষ ১১ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সম্প্রতি তার শরীরে জ্বর ও অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল। বুধবার তার বাড়িতে রক্তপরীক্ষা করা হয় এবং চিকিত্সা চলছিল। তবে বৃহস্পতিবার সকালে তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

২০২২ সালের ২৫ জানুয়ারি, ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার তার নাম মনোনীত করলেও, তিনি এই সম্মান গ্রহণ করতে অস্বীকার করেন।

১৯৭৭ সালে কাশীপুর বিধানসভা থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন বুদ্ধদেব। ১৯৮৭ সালে যাদবপুর বিধানসভার প্রার্থী হয়ে নির্বাচিত হন এবং পরবর্তীতে ২৪ বছর এই আসনের বিধায়ক ছিলেন।

২০০৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৩৫ আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরেন, তবে ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে এবং বুদ্ধদেবের মন্ত্রীসভা শেষ হয়।

  • dailyusharbani
  • ঊষারবাণী
  • পশ্চিমবঙ্গ
  •