শিরোনাম

পশ্চিমবঙ্গে ‘রাত দখল’ আন্দোলনে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
পশ্চিমবঙ্গে ‘রাত দখল’ আন্দোলনে মানুষের ঢল

কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। অভিনব ‘রাত দখল’ কর্মসূচিতে অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ। রাতভর আন্দোলনে মানুষের ঢল ছিল পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন শহরে। সমর্থন জানিয়ে পাশে ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।

বুধবার রাত ৯টা থেকে রাজ্যের বিভিন্ন স্থানে জমায়েত শুরু হয়। রাত ১২টায় কলকাতার আরজি কর হাসপাতালের সামনে মূল আয়োজন শুরু হয়। ধর্মতলা, বাংলা একাডেমি, রবীন্দ্রসদন চত্বর, যাদবপুর, বেহালা সহ বিভিন্ন এলাকা থেকে মোমবাতি হাতে রাজপথে নামে লাখ লাখ নারী ও পুরুষ। সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি বিজেপি, কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থকরাও আন্দোলনে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গের বাইরেও দিল্লি, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবসহ বিভিন্ন রাজ্যে পালিত হয় ‘রাত দখল’ কর্মসূচি।

উল্লেখ্য, গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে কলকাতার আরজি কর সরকারি হাসপাতালের সেমিনার হল থেকে ৩২ বছর বয়সী ওই নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নির্যাতিতার চোখ, মুখ ও গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল।

ঘটনার পর নিরাপত্তার দাবিতে আন্দোলন তীব্র হয়ে ওঠে। ভারতের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করেন। কলকাতা, মুম্বাই, দিল্লি ও অন্যান্য বড় শহরে চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা করেন।

খুনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে এবং সব চিকিৎসা কর্মীর জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে।