শিরোনাম

পালানোর পথ না পেয়ে হামাসের কাছে ধরা দিচ্ছে ইসরাইলি বাহিনী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

গাজায় ইসরাইলি সৈন্যদের নতুন কৌশলে আটক করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। একটি গোপন সুড়ঙ্গে ফাঁদে ফেলে একদল ইসরাইলি সৈন্যকে বন্দি করার দাবি জানিয়েছে হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে কবে এবং কোথায় এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট করেননি তিনি।

এক ভিডিও বার্তায় আবু উবাইদা জানান, একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে ইহুদি বাহিনীকে প্রলুব্ধ করেছিল হামাস যোদ্ধারা। পরে ওই বাহিনীর সব সদস্য হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে।

কাসেম ব্রিগেডের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা যায় একজন আহত সৈন্যকে মেঝে বরাবর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার অস্ত্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামের ছবিও দেখানো হয়।

তবে ইসরাইলি সামরিক বাহিনী হামাসের এ দাবি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, তাদের কোনো সৈন্যকে হত্যা বা অপহরণ করা হয়নি।

মূলত ইসরাইলের কতজন সৈন্যকে আটক করা হয়েছে তা জানাননি হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র। পাশাপাশি তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণও দেখাননি।

উল্লেখ্য, রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ মানছে না নেতানিয়াহু বাহিনী। গাজার রাফা শহরে হামলা জোরদার করেছে দখলদার সেনারা।

শনিবার স্থল ও বিমানবাহিনী ব্যাপক হামলা চালায়। রাফা ছাড়াও দেইর আল-বালাহ শহর, গাজা শহর, জাবালিয়া শরণার্থী শিবিরসহ গাজার অন্যান্য এলাকাতেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

পাল্টা হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও। দুই সপ্তাহ ধরে জাবালিয়া, রাফা এবং বেইত হানুনে নেতানিয়াহুর সেনাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে তারা।

এই অপারেশনগুলোর মধ্যে শেষটি ছিল উত্তর গাজায় শনিবার বিকেলে একটি জটিল অভিযান। সেখানে তারা জাবালিয়া ক্যাম্পের একটি সুড়ঙ্গে অতর্কিত আক্রমণ চালায়। এবং সেখানেই ইসরাইলিদের ফাঁদে ফেলে আটকের দাবি করেন হামাস মুখপাত্র উবাইদা।

এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে আলোচনা মিশরে আগামী মঙ্গলবার হবে বলে খবর প্রকাশ করেছে ইসরাইলি গণমাধ্যম। তবে এ খবর প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির প্রস্তাবে যখন রাজি হয়েছিল, তখন সাড়া দেয়নি ইসরাইল। তাই এই মুহূর্তে নতুন করে আলোচনার ইচ্ছে নেই তাদের।

অন্যদিকে নিয়মিত হামলা-পাল্টা হামলা চলছে হিজবুল্লাহ এবং ইসরাইলি সেনাদের মধ্যে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরাইল সীমান্ত ঘেঁষা ৮টি চৌকিতে হামলা চালানোর দাবি করেছে। জবাবে ইসরাইলও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে।