শিরোনাম

প্রজাতন্ত্রকে বিদায় করে নকআউটে তুরস্ক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
প্রজাতন্ত্রকে বিদায় করে নকআউটে তুরস্ক

চেক প্রজাতন্ত্রকে বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করল তুরস্ক।

আজকের ম্যাচে জয় পেলে চেক প্রজাতন্ত্রেরও শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে সেই সম্ভাবনার মৃত্যু ঘটে ম্যাচের ২০ মিনিটেই। সেই সময় আক্রমণভাগের মিডফিল্ডার অ্যান্টনিন বারাক লাল কার্ড দেখলে চেক প্রজাতন্ত্র ১০ জনের দলে পরিণত হয়।
ম্যাচের শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে তুরস্ক। এফ-গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে কোয়ালিফাই করেছে তারা। এই পর্বে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তুর্কিরা।

একজন কম খেলেও প্রথমার্ধে তুরস্ককে আটকে রেখেছিল চেক প্রজাতন্ত্র। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই তুরস্ক সুযোগ কাজে লাগায়। ৫১ মিনিটে হাকান কালহানগলুর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তুর্কিরা।

১০ জনের দল নিয়েও আশাহত হয়নি চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬৬ মিনিটে তুরস্কের সেই গোল শোধ করে তারা। ১-১ সমতায় খেলার মূল সময় শেষ হয়ে গেলে জয়সূচক গোলটি পায়নি তুরস্ক। তবে শেষ মুহূর্তে তুরস্কের ত্রাণকর্তা হয়ে আসেন চেঙ্ক তসুন। দুর্দান্ত গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

এর ৪ মিনিট পর চেক প্রজাতন্ত্রের টমাস কোরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ৯ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত আর গোলের সুযোগ তৈরি করতে না পারায় তুরস্ক ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।