শিরোনাম

ফাঁস হল শাহরুখের ওপর নজরদারির রহশ্য

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

১৯৯১ সালে দাম্পত্য জীবন শুরু করেন শাহরুখ খান এবং গৌরী খান। বর্তমানে তাদের তিন সন্তান নিয়ে গড়ে উঠেছে সুখের সংসার। যদিও একসময় প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের পরকীয়ার গুঞ্জনে তাদের বিবাহিত জীবন টালমাটাল হয়েছিল, এখন বেশির ভাগ সময় স্ত্রী-সন্তানদের সঙ্গেই কাটান শাহরুখ। গুঞ্জন রয়েছে যে সামাজিক মাধ্যমে সবসময় শাহরুখকে নজরদারিতে রাখেন গৌরী।

সম্প্রতি একটি গুঞ্জন উঠেছে যে সামাজিক মাধ্যমে সবসময় চোখে চোখে রাখেন শাহরুখকে গৌরী। এমনকি মেয়ে সুহানা খান কিংবা ছেলে আরিয়ান খান কিছু পোস্ট করলে সেখানেও মন্তব্য করেন তিনি। তবে আসল ঘটনা ভিন্ন। গৌরী স্বীকার করেছেন, আসলে শাহরুখেরই তার প্রতি অত্যধিক অধিকারবোধ এবং চর্চা ছিল। এই অধিকারবোধ একসময় গৌরীর উপর বোঝা হয়ে দাঁড়িয়েছিল। সে সময় অভিনেতার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতেও চেয়েছিলেন তিনি, তবে শেষমেশ তা করতে পারেননি।

একসময় তার পরিচয় ছিল কেবলই শাহরুখের স্ত্রী হিসেবে, কিন্তু এখন গৌরী দেশের অন্যতম খ্যাতনামী অন্দরসজ্জা শিল্পী। বলিউড তারকা থেকে ক্রিকেট তারকাদের বাড়ি সেজে ওঠে তার ছোঁয়ায়। দু’জনেই তাদের ক্ষেত্রে সফল।

তবু কি স্বামীকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন গৌরী? ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গৌরী এসব নিয়ে একদমই ভাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শাহরুখের উপর নজরদারি করেন না। অধিকাংশ সময়ই থাকেন নীরব। এমনকি শাহরুখের ক্যারিয়ার, সাফল্যেও প্রকাশ্যে কিছু বলেন না। অভিনেতাকে সকল স্বাধীনতাই যেন দিয়ে রেখেছেন তিনি।

তবে সন্তানদের ক্ষেত্রে ভিন্ন গৌরী। মেয়ে সুহানা খান কিংবা ছেলে আরিয়ান খান কিছু পোস্ট করলে মন্তব্য করেন। এছাড়াও সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার বলিউড অভিষেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন শাহরুখ-পত্নী।

সম্প্রতি আম্বানিদের ক্রুজ পার্টিতে শাহরুখ খান তার লুক নিয়ে কটাক্ষের শিকার হন।

ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের তিন দিনব্যাপী দ্বিতীয় প্রি-ওয়েডিং সেলিব্রেশনে একঝাঁক বলিউড তারকার সঙ্গে সপরিবারে হাজির ছিলেন শাহরুখ খান। যদিও আইপিএল ফাইনালের ঠিক আগে অসুস্থ হয়েছিলেন শাহরুখ, তবু আম্বানি পরিবারের খুশিতে সামিল হতে ভুলেননি কিং খান।

এদিকে, অনুষ্ঠান থেকে শাহরুখের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কটাক্ষের ছলে জনি ডেপের সঙ্গে তুলনা করছেন নেটিজেনরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শাহরুখ নীল স্যুটের উপর সাদা স্কার্ফ পরেছিলেন। চোখে ছিল চশমা। চোখ ছাপিয়ে ঝোলা সামনের চুল, থুতনির কাছের ছোট এবং মোটা গোঁফওয়ালা বলিউড বাদশার এমন ছবি তার ভক্তদের জনি ডেপের কথা মনে করিয়ে দিয়েছে।